দেবহাটা অফিস ॥ দেবহাটা উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। পারুলিয়া এসএম মাধ্যমিক বিদ্যালয়ে শুক্রবার অনুষ্ঠিত উক্ত বর্ধিত সভায় উপজেলা যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিন্নুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক স.ম আব্দুস সাত্তার, কাজী নজরুল ইসলাম হিল্লোল, তানভীর হুসাইন সুজন, সদস্য হাবিবুর রহমান সবুজ, রেজাউল ইসলাম রেজা, উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা যুবলীগ নেতা শেখ তাজুল ইসলাম, নওয়াব আলী মেম্বর, আসাদুজ্জামান, রমজান মোড়ল, মোমিনুর রহমান, মিজানুর রহমান, মুজিবর রহমান ইউনিয়ন যুবলীগ নেতা ফরহাদ হোসেন হীরা, রাসেল আহমেদ, মহব্বত আলী, দেলোয়ার হোসেন বাচ্চু, হাফিজুর ইসলাম, আঃ হামিদ, শাহিন সিরাজ, অমিত হাসান সবুজ, মিজানুর রহমান, আবজাল হাসেন প্রমুখ। প্রধান অতিথি যুবলীগ সাতক্ষীরা জেলা আহবায়ক দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান, উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ বক্তৃতায় বলেন দেবহাটা উপজেলা যুবলীগ সাংগঠনিক ভাবে শক্তিশালী, সুসংগঠিত, ইউনিয়ন, ওয়ার্ড গ্রাম প্রতিটি সাংগঠনিক কাঠামোতে যুবলীগ এর অগনিত কর্মি দলকে বর্তমান নেতৃত্বের নেতৃত্ব দলকে এগিয়ে নিতে কাজ করছে। এর পূর্বে দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারন সম্পাদক বিজয় ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রধান অতিথি সহ অপরাপর অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান। সভা পরিচালনা করে উপজেলা সাধারন সম্পাদক বিজয় ঘোষ।