দেবহাটা অফিস ॥ দেবহাটার বসন্তপুরে ছয় বন্দরের এক কন্যা শিশুকে ধর্ষন প্রচেষ্টার অভিযোগে মামলার আগামী বসন্তপুর গ্রামের রওশন আলী গাজীর পুত্র ওমর ফারুক (২৬) কে দেবহাটা পুলিশ গ্রেফতার করেছে। মামলা সূত্রে জানাযায় শুক্রবার দুপুরে নানাবাড়ী বসন্তপুরে বেড়াতে আসা চরশ্রীপুরের শিশু কন্যাকে বসন্তপুরের এক সংলগ্ন পুকুর পাড়ে ডেকে ধর্ষন প্রচেষ্টা করলে শিশুটির চিৎকারে লোকজনের উপস্থিতি ঘটলে ধর্ষন প্রচেষ্টাকারী ওমর ফারুক পালিয়ে যায়। শিশুর মাতা বাদী হয়ে দেবহাটা থানায় মামলা করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে গ্রেফতার করে। দেবহাটা থানা ওসি বাবুল আক্তার জানান পলাতক আসামী ওমর ফারুককে গ্রেফতার পরবর্তি আদালতে প্রেরণ করা হয়েছে।