বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৩ পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নুরের সভাপতিত্বে সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, তৃণমূল মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী আনোয়ারা খাতুনসহ সরকারী কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় কন্যা শিশুদের সুরক্ষা, শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা ও বৈষম্য রোধ, নির্যাতন থেকে রক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা রাখতে অভিভাবকদের প্রতি আহবান জানানো হয়।