বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে ৩৩তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে এক র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার শাহিনুর ইসলাম, ইউনিয়ন সমাজকর্মী মৃণাল কান্তি স্বর্ণকার, হুমায়ূন কবির, মোখলেসুর রহমান, তানভীর হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। এসময় সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্য প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।