বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে ২০পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভূক্ত এক আসামীকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারীর নেতৃত্বে রবিবার এএসআই মারুফ কবির ও এএসআই সাহেল শেখ সঙ্গীয় ফোর্স এর সহায়তায় ২০পিচ ইয়াবাসহ উপজেলার শ্বেতপুর গ্রামের মৃত আবুল ঢালীর ছেলে কাইয়ুম হোসেন ডালিম (৩৭) কে বুধহাটা এলাকা হতে হাতেনাতে আটক করেন। পরে তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা নং-০১(১০)২৩ রুজু করা হয়। অপরদিকে, তিন মাসের সাজাপ্রাপ্ত পারিঃ জারিঃ পরোয়ানা-০৩/২২ এর আসামী কাকড়াবুনিয়া গ্রামের আজমাত হোসেন এর ছেলে মাছুম বিল্লাহকে তার নিজ বাড়ী হতে আটক করেন। আটককৃত আসামীদ্বয়কে রবিবার বিচারার্থে আদালতে প্রেরণ করা হয়েছে।