শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন

আশাশুনিতে বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২ অক্টোবর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে। জানাগেছে, বামনডাঙ্গা গ্রামের দুলাল মন্ডলের ছেলে তুষার মন্ডল (৪০) বাড়ির পাশে মাছের ঘেরের আইলে (বাঁধে) সবজী চাষ করেন। ক্ষেতে বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ দিয়ে আলো জালানো হয়। ঘটনার সময় তুষার ক্ষেতে যাওয়ার সময় অসতর্কতাবশত বিদ্যুতের তারের সাথে স্পর্শ করলে গুরুতর অসুস্থ হয়ে তার নিজ মৎস্য ঘেরের পানিতে গিয়ে পড়েন। এসময় একই গ্রামের বলরাম সরদারের ছেলে প্রশান্ত সরদার তাকে পানিতে দেখতে পেয়ে পরিবারকে খবর দেন। সাথে সাথে তাকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। মৃতকালে তিনি পিতা-মাতা, স্ত্রী ও ১ কন্যা সন্তান রেখে গেছেন। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর খবর পেয়ে তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছিল। কোন অভিযোগ না থাকায় লাশ শেষকৃত্যর জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com