কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জ উপজেলার সেকেন্দার নগর বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে কালীগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের আয়োজনে ও রংধনু কমিউনিটি সেন্টারের কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের সভাপতি এস এ এম আশিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজ্জীবনী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু । কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলবাড়িয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি সজল মুখার্জি, এড. আব্দুস সাত্তার, এড. হাবিব ফেরদৌস শিমুল, ইউপি সদস্য এস এম আব্দুর রব, সেকেন্দার নগর বাজার বণিক সমিতির সভাপতি হাফেজ খাইরুল বাশার, সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমান, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরো শেখ শরিফুল ইসলাম শেখ আমজাদ হোসেন,মেহেদী হাসান প্রমুখ। অনুষ্ঠান শেষে বাজারের সকল ব্যবসায়ীদের নিয়ে নৈশ ভোজ অনুষ্ঠিত হয়।