বর্তমান সময়ে জ্বালানী হিসেবে গ্যাসের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। দেশের অধিকাংশ জেলায় যেহেতু গ্যাস লাইন নেই। বিধায় সিলিন্ডার গ্যাসের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। দেশের জেলায় জেলায় সিলিন্ডার গ্যাসের ব্যবহার ব্যাপক ভাবে যেমন বৃদ্ধি পেয়েছে অনুরুপ ভাবে দফায় দফায় গ্যাসের মুল্য বৃদ্ধি পাওয়ায় ক্রেতা সাধারনরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছিল, জনসাধারনের আর্থিক অবস্থা বিবেচনা পরবর্তি সরকার সিলিন্ডার গ্যাসের মূল্য হ্রাস করায়। প্রতিটি ১২ কেজি সিলিন্ডার গ্যাসের মুল্য সরকার ৯৯৯ টাকা করে ধার্য করলেও সরকার কর্তৃক বেঁধে দেওয়া ৯৯৯ টাকার পরিবর্তে বিভিন্ন ধরনের সিলিন্ডার গ্যাস মুল্য বৃদ্ধিতে বিক্রি হচ্ছে। বাজারে বেস্কিমকো, যমুনা, ইউনিক, জিএম, বিএম সহ বিভিন্ন ধরনের সিলিন্ডার গ্যাস ১১০০ থেকে ১২০০ টাকায় অর্থাৎ ৯৯৯ টাকার বিপরীতে ১২০ হতে ১৫০ টাকা অধিক মূল্যে বিক্রি হচ্ছে। সবই চলছে প্রকাশ্যে। সরকার নির্ধান করে দেওয়া নির্দিষ্ট মূল্যে গ্যাস বিক্রি না করে একদিকে সরকারি নির্দেশনা অনুযায়ী সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে না, অন্যদিকে ক্রেতা সাধারন প্রতারনার শিকার হচ্ছে। সিলিন্ডার গ্যাস কোম্পানীর পাশাপাশি এজেন্ট ও বিক্রেতারা একে অপরের সাথে যোগসাজসে গ্যাসের বাজার অস্থিতিশীল করে দিচ্ছে প্রতিটি গ্যাস সিলিন্ডার ৯৯৯ টাকায় বিক্রি করতে সেখানে সে অপেক্ষা বেশী মূল্যে বিক্রয় করা হচ্ছে কিন্তু এর প্রতিকারে এবং মুল্য বৃদ্ধির সাথে জড়িতদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহন করা হচ্ছে না, ক্রেতা সাধারনের প্রত্যাশা সরকারের নির্ধারিত মূল্যের পরিবর্তে যারা বেশী মূল্যে গ্যাস বিক্রি করছে জনগনের অর্থ লোপাট করছে তাদের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ। ক্রেতা তথা ভোক্তা সাধারনের প্রত্যাশা সরকার নির্ধারিত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রয় হোক।