মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিনিয়ত ভাংগনে ইছামতি ও কালিন্দী নদী \ ছোট হয়ে আসছে সাতক্ষীরা \ বাংলাদেশ হারাচ্ছে ভূ—খন্ড \ স্থায়ী সমাধান জরুরী প্রয়োজন মেগা প্রকল্প গ্রহণ \ এখনই সময় দেবহাটা সর: পাইলট হাইস্কুলের শহীদ মিনার উদ্বোধনী ও পুরস্কার বিতরণ দেবহাটা রিপোটার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ দেবহাটায় তারুণ্যের উৎসব উদযাপনে পরিচ্ছন্নতা অভিযান শ্যামনগরে গর্ভবতী গরু জবাই \গ্রাম্যমান আদালতে ব্যবসায়ীকে জরিমানা সাতক্ষীরায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সাতক্ষীরায় প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার মনিরুল ইসলাম রসুলপুর জান্নাতুল ফিরদাউস কুরআনিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাদ ঢালাই উদ্বোধন ডুমুরিয়ার বিল ডাকাতিয়ায় সাড়ে ৪ হাজার হেক্টর আবাদী জমিতে বোরো চাষ অনিশ্চিত খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

সাতক্ষীরা ধর্মীয় ভাবগম্ভীর্যে দুর্গোৎসব উদযাপনের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে: জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

মীর আবু বকর ॥ সাতক্ষীরায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাশরুবা ফেরদৌস, অতিঃ পুলিশ সুপার ও সদর সার্কেল মীর আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা রশিদ, অতিঃ জেলা প্রশাসক সার্বিক শেখ মইনুল ইসলাম মইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, বিজিবি সহকারী পরিচালক মেজার মাসুদ রানা, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, জেলা আনসার কমান্ডেন্ট মুর্শিদা খানম, জেলা মন্দির সমিতির সভাপতি এড সোমনাথ ব্যানার্জি, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবাস ঘোষ, উপজেলা ভাইস-চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, প্রাক্তন শিক্ষক নীলকন্ঠ সোম, নির্মল ঘোষ, মিলন বিশ্বাস, গৌর চন্দ্র দত্ত, সমীর কুমার বসু। সভার সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, শারদীয় দুর্গা পূজা সনাতন সম্প্রদায়ের আয়োজনে হলেও সকল সম্প্রদায় মানুষ এই উৎসবে যুক্ত হয়। সকল পূজা মন্ডপে সিসি ক্যামেরা ও জেনারেটর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। প্রশাসনের পাশাপাশি আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে কোথাও যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবক ব্যবস্থা করতে হবে। যাতে অপরিচিত কোন ব্যক্তি মণ্ডপে প্রকাশ করলেই তাৎক্ষণিক বোঝা যাবে। ছোট দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলে সেটির স্থানীয় পর্যায় নিষ্পত্তি করা সম্ভব। কিন্তু একটা গোষ্ঠী সোশ্যাল মিডিয়ায় প্রচার করে বিষয়টি অনেক বড় করে ফেলে। ধর্মীয় ভাবগম্ভীর্য দুর্গাপূজা সম্পন্ন লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য এবার জেলায় ৬৬৫ মন্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। এর মধ্যে সাতক্ষীরার সদর উপজেলায় ১১১, কলারোয়া উপজেলায় ৪৮, তালা উপজেলায় ১১৩, পাটকেলঘাটায় ৮৩, দেবহাটা উপজেলায় ২১, আশাশুনি উপজেলায় ১০৮, কালিগঞ্জ উপজেলায় ৫১, শ্যামনগর উপজেলায় ৭০টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সকল উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com