শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শীতে কাঁপছে সারাদেশ \ বইছে মৃদু শৈত প্রবাহ ঠান্ডাজনিত রোগ ছড়িয়েছে জনজীবনে \ শিশু ও বৃদ্ধদের বিশেষ পরিচর্যা জরুরী সাতক্ষীরায় স্বামী বিবেকানন্দ ভাস্কর্য উন্মোচন নূরনগরে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রান্তিক উঠান প্রশিক্ষণ আশাশুনি সচেতনতা সৃষ্টিতে পুলিশের মহড়া আশাশুনি রাজা হত্যা মামলার ২ আসামী আটক শহর জামায়াতের বার্ষিক পরিকল্পনা অনুষ্ঠিত ইয়ং টাইগার্স অ—১৪ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪—২৫ খুলনাকে হারিয়ে সাতক্ষীরা বিভাগীয় চ্যাম্পিয়ন কালিগঞ্জ উপজেলা জাসাসের কমিটি বর্ধিত ডুমুরিয়ায় সাবেক ইউপি সদস্য’র বাড়িতে চুরি ডুমুরিয়ায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম আয়োজনে বই উৎসব পালন

কালীগঞ্জে পূজা মন্ডপ গুলোতে চলছে রংতুলির কাজ মন্ডব পরিদর্শন করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহার আলী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

কালিগঞ্জ ব্যুরোঃ আসন্ন শারদীয় দূর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার ৫১টি পূজা মন্ডবে চলছে রংতুলির শেষ প্রস্তুতি। পূজা কালিগঞ্জে প্রশাসনের পক্ষ হতে মন্ডপে সার্বিক নিরাপত্তার ব্যাবস্থা গ্রহন ও করা হয়েছে। তারই ধারাবাহিকতায় কালিগঞ্জ উপজেলায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা, রহিমা সুলতানা বুশরার নির্দেশে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন ও পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহার আলী। গতকাল সকালে উপজেলার বাজার গ্রাম পূজা মন্ডপ, ভদ্রখালি পূজা মন্ডপ সহ অন্যান্য পূজা মন্ডপ পরিদর্শনে যান। এসময় তিনি পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে পূজোর সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। এছাড়া পুজোর আগে ও পুজোর দিনগুলিতে সার্বিক নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। ইতিমধ্যে কালিগঞ্জ উপজেলার পূজা মন্ডপ গুলিতে প্রতিমা শিল্পীরা রং তুলির কাজ শুরু করেছে, পাশাপাশি পূজা মন্ডপ গুলি সাজসজ্জা জন্য গেট প্যান্ডেল লাইট সহ অন্যান্য প্রস্তুতি গ্রহণ করছে এবং সেই সমস্ত কাজ এগিয়ে চলছে। এদিকে কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদের পক্ষ হতে জানা গেছে সাতক্ষীরা জেলায় এ বছর ৬৬৫ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যেই কালীগঞ্জ উপজেলায় ৫১ টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসক ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি পূজা মন্ডপ সিসি ক্যামেরা হতে থাকবে। পুলিশ প্রশাসনের নিরাপত্তার ব্যবস্থার পাশাপাশি পূজা মন্ডপ গুলিতে স্থানীয় স্বেচ্ছাসেবকরা সার্বিক নিরাপত্তার জন্য নিয়োজিত থাকবে। জেলা ও উপজেলায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য কন্ট্রোল রুম খোলা হবে, মোবাইল টিম পরিদর্শন করবে ও নজরদারি থাকবে। এদিকে উপজেলার মথুরেশপুরের চিংড়া পূজা মন্ডব, বসন্তপুর সীমান্ত পূজা মন্ডব, দিয়া ঘোষপাড়া পূজামন্ডব, ঢ়ায়ের হাটখোলা পূজা মন্ডব, সহ ১২টি ইউনিয়নের ৫১টি পূজা মন্ডবে চলছে রংতুলির শেষ প্রস্তুতির কাজ।পূজা মন্ডবের প্রতিটি ম্যানেজিং কমিটির সদস্যগনদের মাঝে ফির ফিরে উৎসবের আমেজ দৃশ্যমান। ২০ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিককথা শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com