আটুলিয়া প্রতিনিধিঃ- আটুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সংরক্ষিত সদস্য ও সাধারন সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সকাল ১০টায় বিড়ালাক্ষী মহিলা দাখিল মাদ্রাসার হল রুমে মাদ্রাসার ছাত্রী, শিক্ষক, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ) এর নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। স্বাগত বক্তব্য রাখেন বিড়ালাক্ষী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা একরামুল কবীর। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু। বক্তব্য রাখেন নওয়াবেঁকী বিড়ালাক্ষী সিনিয়র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওঃ আঃ রউফ, বিড়ালাক্ষী দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক আব্দুর রশিদ, নবনির্বাচিত ইউপি সদস্য আক্তারুজ্জামান লিটিল, নবনির্বাচিত ইউপি সদস্য আঃ রব খসরু, সংরক্ষিত সদস্যা তাহমিনা মিলন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাঃ লোকমান আহম্মেদ, আবুল কালাম মোড়ল, জুলফিকার আলী হায়দার, দৃষ্টিপাত প্রতিনিধি সাইদুর রহমান চঞ্চল, মুকুল সানা, আকবর সানা প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চলনায় ছিলেন অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল মান্নান। অনুষ্ঠানে চেয়ারম্যান ও ইউপি সাধারন ও সংরক্ষিত সদস্যদের ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়।