বিশেষ প্রতিনিধি ॥ ছাইয়েদে খায়রুল বাশার, হাদিয়ে রওশন জমীর, বাদশাহে দো-আলম, ইমামুল মোরছালিন, খাতেমুন নাবিয়ীন, হজরত আহমাদ মোজতবা মোহাম্মাদ মোস্তফা ছাল্লাল্লাহু ওয়ালিহি ওয়াছাল্লামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সোনাটিকারী জামে মসজিদে মসজিদ কমিটির সার্বিক ব্যবস্থাপনায় গত ২ অক্টোবর সোমাবর বাদ মাগরিব হতে মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিলাদ-মাহফিলে মসজিদ কমিটির সভাপতি মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে প্রধান বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন, মুফাচ্ছিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ, জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলীম মাদ্রাসার মোদারিজ মাওঃ আব্দুল আজিজ আল-কাদেরী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, চৌবাড়িয়া মাঝের পাড়া জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওঃ শহিদুল ইসলাম নুরী। অনুষ্ঠানের শেষপ্রান্তে সকল মুসলিম উম্মার রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।