বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর সরদারপাড়া গ্রামের সিদ্দিক গাজীর স্ত্রী তিন সন্তানের জননী নুরনেছা বেগম (৪৫) কে খুঁজেও পাইনি পরিবার। পরিবার সূত্রে জানা গেছে গত (২৩ সেপ্টেম্বর) শনিবার মৌতলা ইউনিয়নের চাঁতরা গ্রামে তাহার মেঝ জামাই আফছার আলীর বাড়ি থেকে নিজ বাড়িতে আমার জন্য বাহির হন। কিন্তু বাড়িতে আসেনি। স্বামী সিদ্দিক গাজী বলেন আমার বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েছি গত ১০ দিনে তাহার কোন খোঁজ ও সন্ধান পাওয়া যায়নি স্ত্রীকে না পেয়ে আমি উদ্বিগ্ন। স্ত্রীকে কেউ সন্ধান পেলে ০১৭৫৯৬৯৮৫০৬ নম্বরে যোগাযোগ করতে।