কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ যথা যোগ্য মর্যাদা ও উৎসব মুখর পরিবেশের কৃষ্ণনগর ইউনিয়নের সকল সরকারি ,বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম বারের মত বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন লক্ষে কালিকাপুর সিদ্দীকিয়া দাখিল মাদ্রাসা গতকাল বেলা ১১ টায় র্যালি ও আলোচনা সভা। র্যালিটি মাদ্রাসা থেকে শুরু করে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসা চত্বরে এসে শেষ হয়। পরে মাদ্রাসা সুপার মাওঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে ও শরীর চর্চা শিক্ষক হেলাল উদ্দিনের সঞ্চালনায় শিক্ষক দিবসের গুরুত্ব ও মর্যাদা তুলে ধরে বক্তব্য রাখেন মাস্টার জি ,এম ,আব্দুল মাজেদ, মাওলানা মামুনার রশিদ, বাবু বিষ্ণুপদ কর্মকার প্রমুখ। এদিকে বালিয়াডাঙ্গা মাহমুদিয়া দাখিল মাদ্রাসা ও কিষান মজদুর ইউনাইটেড একাডেমি সকাল সাড়ে ১০টায় যৌথভাবে র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল চত্বরে এসে শেষ হয়। পরে নিজ নিজ প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসা সুপার মাওঃ আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাওঃ আব্দুস সাত্তার আজাদী, মাওঃ নাসির উদ্দিন, মাওঃ আব্দুর রব প্রমুখ। অন্যদিকে রহমতপুর নবযুক শিক্ষা সোপান আয়োজন করে প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শিক্ষক মিলন কুমার, মোঃ মাসুম বিল্লাহ প্রমুখ । এছাড়া নেয়ংঙ্গি মাধ্যমিক বিদ্যালয় , রামনগর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, রামনগর জামেয়া কাদেরিয়া আলিয়া মাদ্রাসা সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে দিবসটি উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে ।