বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আশাশুনি সরকারি কলেজে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে একটি র্যালী বের করা হয়। র্যালিটি কলেজ ক্যাম্পাস ও বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস. এ. এম. আব্দুল ওয়াহেদ এবং মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হান্নান। শুভেচ্ছা বক্তব্য রাখেন, উদযাপন কমিটির আহবায়ক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জাকির হোসেন। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক শিরিন বাহার যুথি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মিজানুর রহমানের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হোসেন আলী, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান সজল কুমার আঢ্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান রবিউল ইসলাম প্রমূখ। এসময় শিক্ষকমন্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। অন্ষ্ঠুানে অতিথিবৃন্দকে গুণীজন সম্মাননা ও মুক্তিযুদ্ধভিত্তিক বই প্রদান করা হয়। এদিকে, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খানম মিলিসহ শিক্ষকবৃন্দ। আসিব ইকবাল এর সঞ্চালনায় এসময় শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী এবং অভিভাবকমন্ডলী উপস্থিত ছিলেন। এছাড়াও বড়দল আফতাবউদ্দীন কলেজিয়েট স্কুল, আশাশুনি আলিয়া মাদ্রাসা, মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়, গাজীপুর কুড়িগ্রাম আলিম মাদ্রাসাসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।