মীর আবু বকর ॥ সাতক্ষীরায় আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৩ উদযাপনের লক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্তে জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে গতকাল বেলা ১১ টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার কাজী মনিরুজ্জান পিপিএম এর সভাপতিত্ব অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিঃ পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আমিনুল ইসলাম, অতিঃ পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আতিকুল ইসলাম, অতিঃ পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, অতিঃ পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এস.এম জামিল আহমেদ, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ সাজ্জাদ হোসেন, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বনাথ ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ, সভাপতি, সাধাঃ সম্পাদক বিশ্বনাথ ঘোষ। সভার সমাপনী বক্তব্যে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম বলেন, সাতক্ষীরায় সকল মণ্ডপে উৎসব মুখের পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা মন্ডপের সকল কর্মকাণ্ড সিসি ক্যামেরায় আওতায় আনা হয়েছে। মন্ডপের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পর্যবেক্ষণ করবেন। তিনি আরো বলেন, শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহ ধর্মীয় উৎসব। কোন গুষ্টি বা দল যেন পূজা মন্ডপের পরিবেশ নষ্ট করতে না পারে। আপনারা চোখ কান খোলা রাখবেন বাকি কাজ আইনশৃঙ্খলা বাহিনী করবে। সকলেই মিলে ধর্মীয় উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।