কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জে জাতীয় হিন্দু মাহাজোটের মানব বন্ধন অনুষ্টিত হয়েছে। গতকাল বিকাল ৪টায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট উপজেলা শাখার আয়োজনে বঙ্গবন্ধু মুরালের পাশে জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি পতিরাম মল্লিক সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজিরহাট প্রণব মঠের অধ্যক্ষ শ্যামল মহারাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্টুনিয়া রাজবাড়ী রাধাগোবিন্দ মন্দিরের অধ্যক্ষ শিশির মহারাজ। এখানে আরো উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি মাস্টার প্রভাস মন্ডল, বিজি বর্মন, স্বপন শর্মা ,সিদাম বিশ্বাস, উজ্জল মন্ডল, মাস্টার বিধান সরকার, প্রকাশ দেবনাথ, হরো লাল মন্ডল, বিক্রম পাত্র, তাপস মন্ডল, ভোলানাথ সরকার, বিভাস সরকার, পঙ্কজ কুমার গায়েন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সরদার। মানব বন্ধনে বক্তারা পূজায় তিন দিন ছুটি সংখ্যালঘুদের জন্য পৃথক কমিশন গঠন সহ বিভিন্ন দাবি করেন।