আলমগীর হুসাইন বৈকারী থেকে\ সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের বৈকারী বাজারে আকষ্মিক অগ্নিকান্ডে ৪ লক্ষাধীক টাকার মালামাল পুড়ে ছাই হেয়েগেছে। বৈকারী বাজারে আলামিন ষ্টোরে এ অগ্নিকান্ড ঘটে। প্রতক্ষদর্শী সুত্রে ও সরে জমিন ঘুরে জানা যায় যে, বৈকারী বাজারের আলমিন ষ্টোরের মালিক বৈকারী গ্রামের মন্টুর পুত্র আলামিন প্রতিদিনের ন্যায় সারাদিন দোকানে বেচাকেনা করে রাত গতকাল রবিবার (বৈকারীর বাজার ছিল) ১০ টার দিকে বাড়ীতে যায়। বাড়ীতে পৌছাতে না পৌছাতেই হঠাৎ তার দোকানে আগুন লেগেছে খবর পেয়ে আবার দোকানে চলে আসে। আসতে না আসতেই তার দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষাধীক টাকা। তবে অগ্নিকান্ডের কারন বা সুত্রপাত কোন কিছুই জানা যায়নি। এব্যাপারে আলামিনের সাথে দৃষ্টিপাত প্রতিনিধি আলমগীর হুসাইনের কথা হলে তিনি ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলেন যে, আমি প্রতিদিনের ন্যায় রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে বাড়ী গেলেই আমার দোকানে আগুন লেগেছে বলে ফোন করে। আমি তাৎক্ষনাত চলে এসে দেখি নাইটগার্ড সহ অন্যান্য লোকেরা আগুন নিভায়ে ফেলেছে কিন্তু মালামাল সব পুড়ে ছাই হয়ে গেছে। যাতে আসন্ন রোজা ও ঈদ উপলক্ষ্যে প্রায় ৪লক্ষাধীক টাকার মালামাল ছিল। তবে কিভাবে আগুন লেগেছে তা আমি জানিনা। আলামিনের একমাত্র অবলাম্বন দোকানটা হারায়ে নিজে যেন হতভম্ব হয়ে পড়েছে। এ অগ্নিকান্ডের কারনে বাজারে অন্যান্য দোকানদাররা আতঙ্কের মধ্যে রয়েছে।