বিশেষ প্রতিনিধি ॥ “জন্ম মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি” এই শ্লোগানকে সামনে রেখে আশাশুনিতে জাতীয় জন্ম ও নিবন্ধন দিবস-২০২৩ পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০.৩০ দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। সহকারী প্রোগ্রামার আকতার ফারুক বিল্লাহর সঞ্চালনায় সভায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালীসহ জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা ও ইউপি সচিববৃন্দ উপস্থিত ছিলেন।