বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৬ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, কৈখালী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম, নূরনগর ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান, ভুরুলিয়া ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ প্রমুখ।