মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:১৭ পূর্বাহ্ন

শ্যামনগরে দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করলেন ওসি আবুল কালাম আজাদ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করা হয়েছে। গতকাল ৬ অক্টোবর বিকাল ৪ টায় উপজেলার বুড়িগোয়ালিনী আড়পাঙ্গাশিয়া পি এন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বুড়িগোয়ালিনী ১০ টি ও গাবুরা ২ টি পূজা উদযাপন কমিটির সভাপতি-সম্পাদক বৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বিধান চন্দ্র জোয়াদ্দার বাপি এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ। এ সময় তিনি আসন্ন শারদীয় দুর্গা উৎসবকে উৎসবমুখর পরিবেশে উদযাপন করার বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা, ধর্মীয় বিধান অনুযায়ী উৎসবটি পালন করা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন ও আইন শৃঙ্খলা বিষয়ে প্রশাসনিক সার্বিক সহযোগিতার করার আশ্বাস প্রদান করেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এড. কৃষ্ণপদ মন্ডল, প্রধান শিক্ষক অনঙ্গ কুমার মন্ডল, শিক্ষক নিমাই চন্দ্র মন্ডল, গাবুরা ইউনিয়ন কমিটির সভাপতি নবকুমার মন্ডল, রুহিত দাস মিস্ত্রি, সাংবাদিক দীপক মিস্ত্রি, তাপস মাঝি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com