স্টাফ রিপোর্টার: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে উপকুলীয় মানুষের উন্নয়নে সুনির্দিষ্ট অঙ্গীকার সংযুক্ত করার দাবিতে উপকুলের মানুষের ইশতেহার শীর্ষক উপকুল সংলাপ অনুষ্ঠিত হয়েছে। জলবায়ূ অধিপরামর্শ ফোরাম সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ও লিডার্স সহযোগিতায় গতকাল বেলা ১১টায় শহরের কোরায়শী ফুডপার্কে জলবায়ূ অধিপরামর্শ ফোরামের জেলা সভাপতি প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে উপকুলীয় মানুষের দীর্ঘ দিনের সংকট নিরসনে তাদের উন্নয়নে নির্বাচনী ইশতেহারে যুক্ত করার জন্য ৬ দফা দাবি তুলে ধরেন বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স নির্বাহী পরিচালক মোহন মন্ডল। দাবি গুলো হলো উপকুলীয় উন্নয়ন বোর্ড গঠন, নিরাপদ পানীয় জলের স্থায়ী ব্যবস্থা, একটি বাড়ি একটি শেল্টার তৈরি প্রকল্প গ্রহন, দূর্যোগ প্রবন এলাকা ঘোষনা করা, উপকূলের রক্ষাকবচ সুন্দরবন সুরক্ষা, ও স্থায়ী ও মজবুত ভেড়িবাঁধ পুন: নির্মান ও ভাঙ্গুর স্লুইচ গেট মেরামত করতে হবে। দাবি ইশতেহারে যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আশরাফুজ্জামান আশু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: হাবিবুর রহমান হবি, এড. বেলাল হোসেন আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম চক্রবর্তী, মো: ওবায়দুস সুলতান বাবলু, এড. আবুল কালাম আজাদ, সুধাংশ শেখর, নিত্যনন্দ আমিন, ফরিদা আক্তার বিউটি, প্রভাষক ঈদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল ওয়াজেদ, লায়লা পারভীন সেজুতি, জ্যোস্না দত্ত, আবুল হোসেন, মুনসুর রহমান, লিডার্স শওকাত হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বদেশ নির্বাহী পরিচালক মাদক দত্ত।