স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে গণসংযোগ করেছে সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব মো: আছাদুজ্জামান বাবু। গতকাল বিকালে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বড়দল, বয়ার বাতান সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আছাদুজ্জামান বাবু। এসময় তিনি বলেন, আ’লীগ সরকার টানা ৩ মেয়াদে ক্ষমতায় থাকায় দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন ধুলিহর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান বাবু সহ স্থানীয় নেতবৃন্দ উপস্থিত ছিলেন।