স্টাফ রিপোর্টার: সোনালী ব্যাংক সাতক্ষীরা অঞ্চল এর সদ্য অবসরপ্রাপ্ত অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার গ্রাহক প্রিয় ব্যাংকার মনোরঞ্জন বিশ্বাস সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। তিনি বর্তমানে সুস্থ অবস্থায় সাতক্ষীরা শহরের জেলা পরিষদ সংলগ্ন বসতবাড়ীতে অবস্থান করছেন। সোনালী ব্যাংকের উন্নয়নে, অগ্রগতিতে সুদীর্ঘ সময় সেবা দানকারী মিষ্টভাষী ডাক্তার কন্যার পিতা মনোরঞ্জন বিশ্বাস মস্তিস্কে রক্তক্ষরন জনিত কারনে অসুস্থ হয়ে শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তার অসুস্থতার খবরে সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন এলাকায় সোনালী ব্যাংক অফিসার, কর্মচারী সহ হাজার হাজার গ্রাহক সহ বিভিন্ন শ্রেনি মহল এর মাঝে উদ্বেগ, উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। ব্যাংকার মনোরঞ্জন বিশ্বাস এর সুস্থতা কামনায় এবং তার চিকিৎসার খোজ খবর নেওয়া সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।