বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত দুই আসামীকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী এর নেতৃত্বে শনিবার এএসআই মারুফ কবির, এএসআই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স এর সহায়তায় জিআর পরোয়ানা-১০৯/২৩ এর আসামী উপজেলার কাকবাসিয়া গ্রামের এবাদুল গাজীর ছেলে ফরহাদ গাজী ও সিআর পরোয়ানা-২৩৫/২২ এর আসামী দরগাহপুর গ্রামের বাছতুল্লাহ গাজীর ছেলে আকছেদ গাজী কে তাদের নিজ নিজ বাড়ী হতে আটক করেন। আটককৃত আসামীদ্বয়কে শনিবার বিচারার্থে আদালতে প্রেরণ করা হয়েছে।