বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নূরনগরে বসতবাড়ি থেকে দুর্র্ধষ চুরি সংগঠিত হয়েছে। ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার নূরনগর রামচন্দ্রপুর গ্রামের মৃত শওকত আলী সরদারের বড় পুত্র আলহাজ্ব মোঃ শামছুদ্দিন সরদার এর বসতবাড়ি (সরদার ভিলা) থেতে উক্ত চুরি হয়েছে। এ ঘটনায় আলহাজ্ব শামছুদ্দিন সরদার শ্যামনগর থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, আলহাজ্ব শামছুদ্দিন সরদারের ছেলেরা ঢাকাতে থাকায় সে এবং তার স্ত্রী জহুরা খাতুন দুজনে বাড়ীতে থাকেন। গত ইং-২১/০৯/২০২৩ তারিখ তিনি ও তার স্ত্রী জহুরা খাতুন দুজনের বাড়ি প্রাচীরের প্রধান গেটে তালা বন্ধ করে ঢাকাতে ছেলের বাসায় ডাক্তার দেখানোর জন্য যান। ঐসময় ভূলক্রমে তাদের বসত বিল্ডিংয়ে তালা লাগাতে ভূলে যান।