বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনূর্ধ্ব-১৭) অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭ অক্টোবর বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রিতিনিধি, ইউপি চেয়ারম্যান, এলাকা ও বিভিন্ন এলাকা থেকে আগত ক্রীড়া প্রেমি দর্শক-শ্রোতাবৃন্দ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ বনাম ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে খেলায় ০-২ গোলে ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উক্ত খেলায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জিএম শোকর আলি প্রমুখ।