বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “লিঙ্গ সমতা করি, টেকসই আগামী গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সোমবার বেলা ১২টায় সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সামস এর সভাপতি গোপাল চন্দ্র মুন্ডার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ উজ্জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা শাহানা হামিদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সামসের নির্বাহী পরিচালক কৃষ্ণ পদ মুন্ডা।