বাঁশদহা (সাতক্ষীরা সদর) প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঝাউডাঙ্গা কলেজের ২০২৩-২৪ইং শিক্ষাবর্ষের একাদশ, বি,এ(সম্মান) ও বি.এ (স্নাতক) কোর্সের নবাগত সকল শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছায় বরণ করল ঝাউডাঙ্গা। এ উপলক্ষে গতকাল রবিবার সকাল সাড়ে ১০ টায় অত্র কলেজের হলরুমে অধ্যক্ষ খলিলুর রহমানে সভাপত্বিতে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপধাক্ষ্য ড. গোপাল চন্দ্র সরদার, সহ-অধ্যাপক পরিমল কুমার ঘোষ, সহ-অধ্যাপক আলমগীর কবির, সহ-অধ্যাপক সরবিন্দু কুমার, সহ-অধ্যাপক জেসমিন নাহার। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-অধ্যাপক আনারুল ইসলাম, সহ-অধ্যাপক অহিদুল ইসলাম, সহ-অধ্যাপক সাকওত হোসেন, সহ-অধ্যাপক শওকাত হোসেন, প্রভাষক লুৎফর রহমান, প্রভাষক অহিদ্জ্জুামান লাভলু, প্রভাষক আল মাসুদ, প্রভাষক মমতাজ, প্রভাষক আসাদুজ্জামান আসাদ, প্রভাষক লিটন হোসেন সহ অন্যান্য শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থী বৃন্দ।