শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন

বুধহাটায় পানিবন্দি পরিবারের পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

এম এম নুর আলম/ইয়াছিন আরাফাত ॥ আশাশুনি উপজেলার বুধহাটায় অতি বৃষ্টির ফলে প্লাবিত পানিবন্দি মানুষদের জান মাল রক্ষার জন্য নিজস্ব অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন সাতক্ষীরা ৩ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী, আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম। সম্প্রতি অতি বৃষ্টিতে বুধহাটায় তলিয়ে গেছে রাস্তাঘাট, একাকার হয়ে গেছে খাল বিল, জলমগ্ন হয়ে পড়েছে কাঁচা-পাকা ঘরবাড়ি, ডুবে গেছে টয়লেট, টিউবওয়েলসহ বসতবাড়ির উঠান। পার্শ্ববর্তী বেতনা নদীতে বৃষ্টির পানি নিষ্কাশন না হওয়ায় প্রাকৃতিক জলবদ্ধতায় বন্দি হয়ে পড়েছে বুধহাটা এলাকার সাধারণ মানুষ। বিষয়টি জানতে পেরে আলহাজ্ব এবিএম মোস্তাকিম রবিবার বিকালে বুধহাটা এলাকায় গমন করেন। এসময় তিনি স্থানীয় সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং প্লাবিত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে বুধহাটা এলাকার অসহায় মানুষদের জলবদ্ধতা থেকে মুক্তি দিতে প্রধানমন্ত্রীর পক্ষে নিজের অর্থায়নে ৫০হাজার টাকা নগদ অর্থ অনুদান প্রদান করেন। এসময় তিনি বলেন, আমি বুধহাটা ইউনিয়নেরই সন্তান। আমার প্রতিবেশীরা জলবদ্ধতায় মানবতার জীবনযাপন করবে এটা আমি কখনোই মেনে নেবো না। যেভাবেই হোক জলবদ্ধতার হাত থেকে বুধহাটা বাসীকে রক্ষা করা হবে। আমি আবারও আসবো, প্রয়োজনে অনুদান আরও দেবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী কোন মানুষ গৃহহীন থাকবে না, পানিবন্দী থাকবে না, অনাহারে থাকবে না। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকব। এসময় বুধহাটা কলেজিয়েট স্কুলের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ দাউদ হোসেন, ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি হাতেম আলী, যুবলীগ সাধারণ সম্পাদক এজদান আলী, সংরক্ষিত আসনের ইউপি সদস্যা দোলন খাতুন, যুবলীগ নেতা সাদ্দাম হোসেনসহ এলাকার শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com