স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কৃতি সন্তান মোঃ খাদেমুল বাসার পরিবেশ বিজ্ঞানের বিষয়ের উপর পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। পেট্রোবাংলা বাংলাদেশ গ্যাস ফিন্ডাস ম্যানেজর খাদেমুল বাসার গত ২৭ সেপ্টেম্বর ২৩ জাপান ইউনিভার্সিটি অব সিজুওয়াকার পরিবেশ বিজ্ঞানের উপর গবেষণা করেন। গবেষনার বিষয় ছিল ইনভেস্টিগেশন অব হেবী মেটাল পলিউশন ইন ওয়াটার এন্ড অ্যাসেসমেন্ট অব ইটস্ অব ইমপ্যাক্ট অন রাইস ইনটেক রিস্ক ইন বাংলাদেশ। সাতক্ষীরা শহরের রসুলপুর গ্রামের বাসিন্দা অবসর প্রাপ্ত বিজিবি মো: সুলতান ও মাতা মোছা: খাদিজা বেগমের পুত্র খাদেমুল শহরের পলাশপোল সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে শিক্ষক জীবন শুরু করেন। পরে পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি স্টার মার্কস এবং সাতক্ষীরা সরকারী কলেজ হতে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে ৩পাশ করে। পরে খুলনা বিশ্ববিদ্যালয় হতে বিএসসি (অনার্স) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ হতে এমএস প্রথম শ্রেনিতে পাশ করেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।