২০০১ সালের এই দিনে সাতক্ষীরার আকাশে দৃষ্টিপাত নামক যে সূর্য উদিত হয়েছিল, দীর্ঘপথ পরিক্রমায় প্রায় দুই যুগের সন্ধিক্ষনে সেই দৃষ্টিপাত তার আলোকউজ্জ্বলতা বিকিরন করে চলেছে এবং তেইশ বছরে পা রেখেছে। সত্যের সন্ধ্যানে প্রতিদিন যে শ্লোগান আর অবয়ব কে সামনে রেখে পাঠকের দৃষ্টিপাত আত্মপ্রকাশ করেছিল সেই দৃষ্টিপাত দীর্ঘ পথ পরিক্রমায় বন্ধুর পথ পাড়ি দিয়ে অতি বিশ্বস্থতার সাথে সত্যা সত্যকে আকড়ে ধরে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলার দুর্বার, দুর্দান্ত অনুভূতি প্রতিনিয়ত প্রকাশ করে চলেছে। পাঠকের মতামত এর প্রতি সদা সর্বদা শ্রদ্ধাশীল থাকতে চেয়েছে এবং থেকেছে। প্রিয় পাঠক, দৃষ্টিপাতের প্রকাশক ও সম্পাদক হিসেবে আমি যে ধারনা আর বিশ্বাস কে সদা জাগ্রত করে চলেছি তা হলো দৃষ্টিপাত কেবল পাঠকের, দৃষ্টিপাত আপনাদের, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে অসম্প্রদায়িকতাকে সঙ্গী করে আপনাদের দৃষ্টিপাত আপনাদের হতে পেরেছে। সময়ের প্রয়োজনে বাস্তবতার নিরিখে হাজার হাজার পাঠকের নন্দিত প্রকাশনা শহরের অট্টালিকা হতে, গ্রামের মেঠোপথ এবং গরীবের পর্ণ কুটিরে জায়গা করে নেওয়া দৃষ্টিপাতের পথ চলা ও দৃষ্টিপাত নামক প্রকাশনাটি দৃষ্টিপাত হিসেবে সুঘ্রান আর গ্রহন যোগ্যতা পেতে কুসুমাস্তীর্ন পথ ছিল না, কর্কটময়তা আর বকধার্মিক ও মহল বিশেষের রক্তচক্ষুর অন্তঃকরনের শিকার হয়েছে। পাঠকের ভালবাসা এবং দৃষ্টিপাতের লক্ষ্য উদ্দেশ্য সর্বপরি সব ধরনের অন্যায়, অনিয়ম, হিংসা, বিদ্বেষ, হলুদ সাংবাদিকতা কে প্রতিপক্ষ হিসেবে চিহিৃত করনে, জাতীয় স্বার্থ, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি অবিচল বিশ্বস্থতা, মুক্তিযুদ্ধের চেতনা কে সর্বাঙ্গে ধারনকরা, সম্প্রীতির সাথে বসবাসকরা দৃষ্টিপাত স্বমহিমায় উদ্ভাসিত হয়েছে। বিবেক দ্বারা পরিচালিত ও প্রকাশিত পত্রিকা দৃষ্টিপাত, এই প্রকাশনায় আবেগ, স্বজনপ্রীতি এবং মিথ্যা সংবাদের সামান্যতম স্থান নেই যা প্রতিদিনই পাঠক অনুভব করে চলেছে। একজন সাংবাদিক বা সংবাদ কর্মি অপেক্ষা একজন পাঠক বড় সাংবাদিক, পাঠক যে কোন সংবাদ পাঠ করে নির্ধিদায়, অবলিলায় হৃদাঙ্গম করতে সক্ষম হয় যে সংবাদটির বস্তুনিষ্ঠতা, আমাদের অন্তঃকরনে বস্তুনিষ্ঠতার প্রতিচ্ছবি এবং তার প্রতিফলন সর্বাঙ্গে।
প্রিয় পাঠক বৈশ্বিক বাস্তবতায় পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি যখন আকাশ চুম্বি সেই সময়ে বিশ্ব মানবতা এবং বিশ্ব অর্থনীতির জন্য পিড়াদায়ক হয়ে আসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যার বিরুপ প্রভাব হতে আমরা মুক্ত নই। যে কারনে অন্যান্য পণ্য সামগ্রীর ন্যায় প্রকাশনা শিল্পের মূল্য কয়েক গুন বৃদ্ধি পেয়েছে। যে কোন প্রকাশনার প্রাণ তার কাঁচামাল বা যোগান, কাগজ, কালি, প্লেট সহ অন্যান্য উপকরনের মুল্য বৃদ্ধির কারনে দৃষ্টিপাত প্রকাশনার খরচ এবং পত্রিকার মূল্য যোজন যোজন ব্যবধান। দৃষ্টিপাত তাই বর্তমান সময়ে প্রকাশনার ক্ষেত্রে দুরবস্থায়। যে কারনে প্রতিটি দৃষ্টিপাত তিন টাকার পরিবর্তে চার টাকা নির্ধারনের মাধ্যমে আপনাদের প্রিয় দৃষ্টিপাতকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। নিশ্চয়ই আমাদের এই যাত্রায় দৃষ্টিপাত পাঠক ভক্তসহ সংশ্লিষ্টরা শরিক হবেন। দৃষ্টিপাতের প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভ মুহুর্তে হাজার হাজার পাঠক, বিজ্ঞাপনদাতা, সংবাদকর্মি, শুভানুধ্যায়ী, কলাকৌশলী সহ দৃষ্টিপাত প্রেমীদের প্রতি অফুরন্ত শুভেচ্ছা ও মোবারকবাদ।