পাটকেলঘাটা প্রতিনিধি ॥ সাতক্ষীরা-১ তালা কলারোয়া আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের নেতৃত্বে গতকাল সকাল ১০ টায় স্মরনকালের বৃহৎ শো-ডাউন অনুষ্ঠিত হয়। তালা উপজেলার ধানদিয়া, নগরঘাটা, সরুলিয়া, কুমিরা, তেঁতুলিয়া, তালা, ইসলামকাটি, মাগুরা, খলিষখালী, খেশরা, জালালপুর, খলিলনগর ইউনিয়নের আওয়ামী লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই শো-ডাউনে অংশগ্রহন করে। শেখ নুরুল ইসলামের শো-ডাউনে অংশগ্রহন করেন তালা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহসিন হোসেন, সাংগঠনিক সম্পাদক, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও খলিষখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোজাফ্ফর রহমান, মোঃ ইকবল হোসেন, শাহ আলম টিটু, সহ দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান মধু, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ইঞ্জি: আবীর হোসেন রনি, উপজেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ বিশ্বাস, ধানদিয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি ডাঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম, নগরঘাটা ইউনিয়ন আ’লীগের সভাপতি স.ম আক্তারুল আলম, সরুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, কুমিরা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, তেঁতুলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, তালা সদর আ’লীগের সভাপতি মোসলেম উদ্দীন, মাগুরা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গণেষ দেবনাথ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, খলিষখালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার দাশ, কৃষকলীগ সভাপতি মাস্টার বিধান কুমার দাশ, জালালপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তি, খেশরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন তাঁজ, তালা উপজেলা কৃষকলীগের যুগ্ম-সাধারণ সাংবাদিক এম এম জামান মনি, তালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক গৌতম কর্মকার, সরুলিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শেখ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ। এছাড়া তালা কলারোয়ার নৌকার মনোনয়ন প্রত্যাশী শেখ নুরুল ইসলামের শো-ডাউনে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা কর্মী অংশ গ্রহন করেন। সকাল ১০ টায় পাটকেলঘাটা থেকে তালা উপজেলা ও কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কলারোয়া বাজারে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।