শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন

রং তুলির আঁচড়ে পরিপূর্ণ রূপ দিতে মন্দির গুলোতে চলছে ব্যাপক সাজসজ্জা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

আলমগীর হোসেন, বিষ্ণুপুর থেকেঃ কালিগঞ্জের বিষ্ণুপুরে শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে পূজা মন্ডপ গুলিতে রং তুলির আঁচড়ে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। এ উপলক্ষে বিষ্ণুপুর ইউনিয়নের এবছর ৮টি পূজা মন্ডপে রং তুলির আঁচড় পরিপূর্ণ রূপ দিতে মন্দির গুলোতে চলছে ব্যাপক সাজসজ্জা মূলক প্রস্তুতি। প্রতিমা কারিগররা দেবী দূর্গার অনিন্দ্য সুন্দর রুপ দিতে দিনরাত করছেন রং তুলির কাজ, ইতিমধ্যে বিষ্ণুপুর বেশিরভাগ মন্ডপ গুলোতে প্রতিমার কাঠামো মাটির কাজ প্রায় শেষ, শুরু হয়েছে রং তুলি ও সাজসজ্জার কাজ। আগামী ২০ অক্টোবর শুরু হয়ে ৫ দিন ব্যাপী চলবে হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এদিকে বিষ্ণুপুর স্থানীয় শিল্পীরা ছাড়াও বিভিন্ন স্থান থেকে আগত শিল্পীরা এখানে এসে রং তুলির কাজ করছেন, প্রতিটি পূজা মন্ডপের জন্য তৈরী হচ্ছে দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক, অসুর, সিংহ, হাঁস, পেঁচা, সর্পসহ বিভিন্ন প্রতিমা। অন্যদিকে প্রতিমার পাশাপাশি শারদীয় দুর্গা পূজাকে জাঁক জমকপূর্ণ করে তুলতে বাদ্যযন্ত্র ঠিক ও তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন ঢাক, ঢোল, কাঁশি, বাঁশি ,বাদ্যকাররা। এদিকে দেবীকে স্বাগত জানাতে সর্বত্র আনন্দঘন পরিবেশ বিরাজ করছে হিন্দু সম্প্রদায়ের সব ধরনের শ্রেণী পেশার নারী পুরুষদের মধ্য। সব মিলিয়ে ব্যাপক প্রস্তুতি চলছে বিষ্ণুপুর ৮ টি পূজা মন্ডপে। এ ব্যাপারে বিষ্ণুপুর পূজা উদযাপন কমিটির সভাপতি শিবদাস বদ্র্য বলেন আমরা শারদীয় দুর্গা পূজাকে বরণ করতে প্রায় সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে। শুধু সাজসজ্জার সামান্য কাজ বাকি। আমাদের সামনে যে সময় তাতে আমরা সময়মতো সব কাজ শেষ করতে পারবো, সব মিলিয়ে আমাদের এবারের পূজা আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ শেষ হবে বলে আশাবাদী। পূজাকে সামনে রেখে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুন রহমান বলেন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠান সম্পন্ন করার লক্ষে আইন শৃঙ্খলা বাহিনী সজাগ দৃষ্টি রাখছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com