শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন

মুজিব শতবর্ষের ঘর পরিদর্শন করলেন অতিঃ জেলা প্রশাসক রাজস্ব কাজী আরিফুর রহমান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

মাসুম, আশাশুনি, প্রতাপনগর প্রতিনিধিঃ প্রতাপনগরে মুজিব শতবর্ষের ঘর নির্মাণ কাজের অগ্রগতির সার্বিক অবস্থা পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কাজী আরিফুর রহমান। প্রতাপনগর আবদারের মোড়স্থ এলাকায় সদ্য নির্মিত মুজিব শতবর্ষের ঘর নির্মাণ শেষ পর্যায়ের কাজের অগ্রগতির সার্বিক অবস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, প্রতাপনগর ইউপি সদস্য বৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় অতি: জেলা প্রশাসক কাজী আরিফুল ইসলাম বলেন ঘরের চলমান নির্মাণ কাজের গুণগত মান, ঘরের নির্মাণ কাজ সম্পন্ন শেষ হতে আর কত দিন লাগতে পারে এ সকল বিষয় নিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, ঠিকাদার প্রতিনিধি, লেবার মিস্ত্রী সহ স্থানীয়দের সঙ্গে এ বিষয়ে মতবিনিময় করেন। সদ্য নির্মিত মুজিব শতবর্ষের ঘর এলাকায় ইউপি চেয়ারম্যানের সার্বিক প্রচেষ্টায় প্রতিটি ঘরে আঙিনায় আমের চারা, কদবেলের চারা সুপারির চারা, কালা গাছ সহ বিভিন্ন ধরনের বৃক্ষ রোপন করা হয়েছে এছাড়া পুঁইশাক সহ তরিতরকারির বিচি কাঁচা ছিটিয়ে সবুজ শ্যামল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com