দৃষ্টিপাত রিপোর্ট ॥ বর্ণিল আয়োজনে, উৎসবমূখর পরিবেশে আলোক আভার বিচ্ছুরন ঘটিয়ে আনন্দ স্রোতের জয়গানে দৃষ্টিপাত তেইশ বছরে পা রাখলো। প্রায় দুইযুগ স্পর্শ করার সন্ধিক্ষনের শুভ মুহুর্তে সাতক্ষীরা শহরস্থ দৃষ্টিপাত ভবনে গতকাল আলোঝলমলে নয়নাভিরাম আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত হন অতিথিরা। আগত প্রধান অতিথি সহ অপরাপর অতিথিদের স্বাগত জানান দৃষ্টিপাত প্রকাশক জিএম নূর ইসলাম, নির্বাহী অফিসার আবু তালেব মোল্ল্যা, মফস্বল সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাব সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী সুজন সহ পরিবারের অপরাপর সদস্যরা। অগনিত সংবাদকর্মির প্রানন্তকর উপস্থিতি প্রতিষ্ঠা বার্ষিকীতে ভিন্নতায় ভরা অসাধারন মনোমুগ্ধকর পরিস্থিতির অবতরনা ঘটে। প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ আয়োজনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আ’লীগ সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, প্রধান অতিথি দৃষ্টিপাতের পথ চলাকে স্বাগত জানিয়ে বলেন, বস্তুনিষ্ঠতা নিরপেক্ষতা, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে চলা দৃষ্টিপাত এই অঞ্চলের গনমানুষের কণ্ঠস্বর হিসেবে নিজেকে পরিচিত করেছে। দৃষ্টিপাতের তেইশ বছরে পদার্পন এই শুভ মুহুর্ত প্রতিনিয়ত বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রধান অতিথি উপস্থিত সাংবাদিক সহ অপরাপর অতিথিদের মুহুর মুহুর করতালি ও অভিবাদনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন, প্রধান অতিথি আশাবাদী হয়ে বলেন দৃষ্টিপাত এর আজকের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বলতে চাই শত বছরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হোক। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন দৃষ্টিপাত নিজস্বতা এবং স্বচ্ছ্বতা বজায় রেখেছে। বস্তুনিষ্ঠতার সুমহান কর্তব্য বোধ সদা জাগ্রত থাকুক এই আশা করছি। আনন্দ আয়োজনে দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক বলেন পাঠকের ভাল বাসায় এবং বিশ্বাসেই বেঁচে আছে দৃষ্টিপাত, সর্বদা বিশ্বস্থতা এবং মিথ্যাকে চিহিৃত করন সেই সাথে সৎ সাংবাদিকতাই আমাদের উৎস্য। তিনি প্রতিষ্ঠা বার্ষিকীতে আগত সকল অতিথি ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান অতিথি ও জেলা আ’লীগ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম দৃষ্টিপাতের প্রতিষ্ঠা বার্ষিকীতে সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলাম সহ পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আ’লীগ সভাপতি আঃ রশিদ, বর্ণিল আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক আবু নছর, সদর উপজেলা আ’লীগ সভাপতি আঃ রশিদ, মসজিদে কুবার সাধারন সম্পাদক আঃ রশিদ, বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দীন, শিবপুর চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কলামিষ্ট সহকারী অধ্যাপক নাসির উদ্দীন, দৃষ্টিপাত বার্তা সম্পাদক আদম শফিউল্লাহ, সহ-সম্পাদক ওমর ফারুক, চীফ রিপোর্টার মাছুদুর জামান সুমন, স্টাফ রিপোর্টার মীর আবু বকর, কালিগঞ্জ ব্যুরো শরিফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি (শ্যামনগর) এসএম জাকির হোসেন, বিশেষ প্রতিনিধি (কালিগঞ্জ) রফিকুল ইসলাম, ফিংড়ী প্রতিনিধি মিলটন, ধুলিহর প্রতিনিধি মো: শাহাদাত হোসেন, ম্যানেজার বুলবুল আহমেদ। আনন্দঘন অনুষ্ঠান পরিচালনা করেন দৃষ্টিপাত নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্ল্যা ও মফস্বল সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাব সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী সুজন।
দৈনিক দৃষ্টিপাতের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম। এসময় উপস্থিত দৃষ্টিপাত নির্বাহী সম্পাদক মো: আবু তালেব মোল্ল্যা, মফস্বল বার্তা সম্পাদক ও প্রেসক্লাব সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, প্রফেসর আবু নসর, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক কাজী নাসির উদ্দীন, সাংবাদিক এসএম আবুল কালাম আজাদ সহ সাংবাদিক বৃন্দ।