শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কেশবপুর সিবিআর সেন্টারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আশাশুনি ম্যানগ্রোভ সংস্থার শীতবস্ত্র বিতরণ সাতক্ষীরা জেলা রোভারের দুই স্কাউটারকে স্বপ্ন সিঁড়ির সংবর্ধনা সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে খুলনা বিভাগের ৫৮ শহীদ পরিবারকে দুই কোটি ৯০ লাখ টাকার চেক প্রদান শ্যামনগর বংশীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী কলারোয়ায় শ্রমিক নেতা মফিজুল ইসলামের ইন্তেকাল নূরনগরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইসলামী প্রতিযোগিতা ও সংস্কৃতি অনুষ্ঠান শ্যামনগরে পানি সংরক্ষনের জন্য ড্রাম বিতরণ শ্যামনগরে সুপেয় পানির আরও প্লান্ট উদ্বোধন করলেন ইউএনও রনী খাতুন

আশাশুনির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করলেন ডাঃ রুহুল হক এমপি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

এম এম নুর আলম \ আশাশুনি উপজেলার শ্রীউলায় বেড়ীবাঁধসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। সোমবার সকাল থেকে দিন ব্যাপী উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাজরাখালি বেড়ীবাঁধসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন শেষে চাপড়ায় মরিচ্চাপ নদীর উপর নির্মাণাধীন ব্রীজের কাজ পরিদর্শন করেন তিনি। তিনি এদিন শ্রীউলা মাদরাসা মোড় টু শ্রীউলা পরিষদ গামী সড়ক, মহিষকুড় মেইন রোড টু বাঁশতলা গামী রোডের চলমান কার্পেটিং এর কাজ, হাজরাখালী বেড়ীবাঁধ, শ্রীউলা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালং, নাকতাড়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। এছাড়াও তিনি সর্বশেষ চাপড়ায় মরিচ্চাপ নদীর উপর নির্মাণাধীন ব্রীজের কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বলেন, হাজরাখালী বেড়ীবাঁধের কাজ সম্পন্ন হওয়ায় শ্রীউলা ইউনিয়নের মানুষের দুর্ভোগ অনেকাংশে কমে এসেছে। ঝুঁকিপূর্ণ বেড়ীবাঁধ গুলোর কাজও চলমান রয়েছে। চলমান কাজের ধারা অব্যাহত থাকলে আসন্ন বর্ষা মৌসুমে শ্রীউলাবাসী বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাবে এমনটি প্রতাশা করেন তিনি। নাকতাড়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে তিনি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার কথা উলে­খ করে বলেন, সাধারণ মানুষের দোড় গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে এসব কমিউনিটি ক্লিনিক গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি আরও বলেন, আশাশুনি উপজেলায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক উন্নয়ন হয়েছে। আশাশুনি টু কোলা রাস্তা এবং চাপড়া ব্রীজের কাজ শেষ হয়ে গেলে এ এলাকার যোগাযোগ ব্যবস্থার রুপ পরিবর্তন হয়ে যাবে। এসময় তিনি দলীয় নেতৃবৃন্দেরকে সকল ভেদাভেদ ভুলে দল সু-সংগঠিত করার লক্ষ্যে কাজ করার আহŸান জানান। বেড়ীবাঁধসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্গ পরিদর্শনকালে জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মীর নিজাম উদ্দিন, পাউবো-২ এর নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী শামীম হাসনাইন, এলজিইডি এর নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী নারায়ন চন্দ্র সরকার, আশাশুনি থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম (পিপিএম), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডলসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com