বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগরে থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৯ আসামীকে গ্রেফতার করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায় ও অন্যান্য পুলিশ কর্মকর্তাদের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ। এরই ধারাবাহিকতায় গত সোমবার রাতে ও অন্যান্য সময়ে অফিসার ইনচার্জ এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সিআর/জিআর পরোয়ানাভুক্ত আসামী উপজেলার কুলতলি গ্রামের মৃত সাকাতের পুত্র শাহাজাহান সরদার, আজাদনগর গ্রামের আহমাদ রোজদারের পুত্র আছিল উদ্দীন (২৯), হরিনগর গ্রমের মোঃ ছবুর গাইনের পুত্র মোঃ আলাউদ্দীন গাইন, হাবিনগর (হরিনগর) গ্রামের মৃত বাবু গাইনের পুত্র মোঃ ছবুর গাইন (৫০), কুলতলি শাহজাহান সরদারের পুত্র আল আমিন ইসলাম (২৮), একই গ্রামের শাহজাহান সরদারের পুত্র আল আমিন ইসলাম (২৮), মানিক শেখের পুত্র মোঃ আকবর (৩০), ভেটখালী গ্রামের মৃত তারিক গাজীর পুত্র মোঃ কাসেম গাজী (৪০), শ্রীফলকাটি গ্রামের ইয়াছিন আলীর পুত্র মোঃ আনোয়ার হোসেন মিন্টু (৩৭) কে গ্রেফতার করে। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ দৈনিক দৃষ্টিপাতকে জানান, বিভিন্ন মামলার ৯ আসামী আসামিকে গ্রেপ্তারপূর্বক মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।