কালিগঞ্জ ব্যুরোঃ দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরো শেখ শরিফুল ইসলামের বড় চাচি কাহিনুর বেগম বার্ধক্য জনিত কারনে নিজ বাসায় ইন্তেকাল করেছেন। মঙ্গলবার রাত্র ৮টা ১৫মিনিটে নিজ বাসায় চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। ইন্না——রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০বছর। তিনি ৪ছেলে ও তিন কন্যা সন্তানের মাতা ছিলেন। তার স্বামী ছিলেন পানি উন্নয়ন বোর্ডের অবসর প্রাক্ত কর্মকর্তা ছনকা গ্রামের মৃত শেখ আব্দুল হাকিম। তিনি দীর্ঘ দিন ডায়াবেটিক্স,কিডনি ও বার্ধক্ষ জনিত নানা রোগে ভুগতেছিলেন। আজ ছনকা ঈদ গাহ ময়দানে মরহুমার প্রথম জানাযা নামাজ শেষে ভাড়াশিমড়া ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাযা নামাজের পর মরহুমার অছিয়াত অনুযায়ী মা বাবার কবরের পাশে দাফন করা হয়।উক্ত জানাযা নামাজ পড়ান বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ওসমান গনি।