কালিকগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জে শরতের সন্ধ্যা বর্নিল আয়োজনে নয়ভিরম পরিবেশে জাকজমোকপূর্ণ ভাবে পালিত হলো দৈনিক দৃষ্টিপাত পত্রিকার ২৩তম প্রতিষ্টা বার্ষিকী। দৈনিক দৃষ্টিপাতের কালিগঞ্জ ব্যুরো প্রধানের যমুনা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় তলায় প্রধান অতিথি সাতক্ষীরা ০৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার তিনি। মহুল মহুর করতালী ও দৃষ্টিপাতের জন্মদিন বলে স্লোগান দিতে থাকে। অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন থেকে শ্যামনগর প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবির। দৈনিক দৃষ্টিপাত প্রত্রিকার কালিগঞ্জ ব্যুরো শেখ শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং সাংবাদিক আব্দুল মাজিদের সঞ্চালনায় বক্তব্যে প্রধান অতিথি সংসদ সদস্য এস এম জগলুল হায়দার বলেন ভোর না হতেই পাঠকের আস্থার প্রতিক দৈনিক দৃষ্টিপাত পত্রিকা গন মানুষের কথা বলে,নিজ্জাতিত মানুসের পাশে থেকে সাদা কে সাদা কালোকে কালো বলা যার প্রত্যয়,সত্যের সন্ধ্যানে যার পথ চলা। সেই পত্রিকার প্রতিষ্টা বার্ষিকীতে আমি আসতে পেরে নিজেকেই সত্যই ধন্য মনে করছি। সাথে সাথে ২৩বছরের তরতজা যুবক আজ দৈনিক দৃষ্টিপাত।তার অদম্য পথ চলাকে আমি মনে প্রানে ভালবাসি, সাতক্ষীরার বুকে সর্ববৃহত আকারে বীর দর্পনে দৈনিক দৃষ্টিপাত পত্রিকা আজ হঁটি হঁটি পা পা করে জনমানুষের আস্থাভাজন পাশাপাশি খুলনা বিভাগে স্থান করে নিয়েছে প্রত্রিকার সম্পাদক ও অফিসের সকল পরিবার বর্গ ও কলাকুশুলিবৃৃন্দের চেীকস দূরদর্শিতায়। আমি দৈনিক দৃস্টিপাত পত্রিকা শত বছর পাঠকের বুকে বেঁচে থাকুন এই কামনায় করে আনন্দে উ”্ছালিত হয়ে সককের সাথে আনন্দে মেতে উঠলো। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ক্লিনিকের চিকিৎসক ডা: মোঃ হাবিবুল্লাহ্, কালিগঞ্জ উপজেলা জাতীয় পাটির সভাপতি আলহাজ্ব মোঃ মাহবুবর রহমান,জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল,কালিগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ ইবাদ আলী, কালিগঞ্জ আ“লীগের সদস্য মোঃ শিরুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা এস এম মমতাজ হোসেন, শ্রমিমলীগের সভাপতি শেখ মিয়ারাজ আলী, কৃষকলীগের নেতা মোঃ আশরাফ আলী, রমজান নগর ইউনিয়ন আ“লীগের সাধারন সম্পাদক পতিত পাবন মন্ডল,দৈনিক দৃষ্টিপাত পত্রিকা বিশেষ প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, পত্রিকা ই্উনিয়ন প্রতিনিধি সাংবাদিক আব্দুল মাজিদ,মনিরুজ্জামান মনি,মোঃ আলমগীর হোসেন,মোঃ শাহাদাৎ হোসেন, মারুফ হোসেন মিলন ,মহিবুল্লাহ রনি,সাংবাদিক শেখ আল নুর আহম্মেদ ইমন,মোঃ ফজলুর রহমান,মাওলানা শেখ আবিদুর রহমান প্রমুখ।অনুষ্টানে ঐতিহ্যবাহি নাজিমগঞ্জ বাজারের ব্যাবসায়ীবৃন্দ ও সুধি মন্ডলী উপস্থিত ছিলেন।দৈনিক দৃস্টিপাত প্রত্রিকার প্রতিষ্টা বার্ষিকীতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নাজিমগঞ্জ বাজার জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা শেখ ওয়ায়েজুর রহমান।