বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী চুনা আশ্রয়ণ প্রকল্পে সুবিধাভোগী পরিবারের মাঝে ছাগল ও সবজির বীজ বিতরণ করা হয়েছে। গতকাল ১১ অক্টোবর বুধবার সকাল ১০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ এর এএসডি প্রকল্পের উদ্যেগে ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চুনা আশ্রয়ণ প্রকল্পে ৩০ টি সুবিধাভোগী পরিবারের মাঝে ছাগল ও সবজির বীজ বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ সুব্রত কুমার বিশ্বাস, ইউপি সদস্য মোঃ মাহাতাফ উদ্দিন সরদার, ইউপি সদস্য জি এম আবদুর রউফ, ফ্রেন্ডশিপ আঞ্চলিক সমন্বয়কারী সাখাওয়াত হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক মিজানুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ফ্রেন্ডশিপ প্রজেক্ট ম্যানেজার মেঃ জুয়েল হাসান।