চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আলহাজ্ব আব্দুর রউফ মোড়ল (৮২) দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় থেকে গতকাল ঢাকা ইডেন হাসপাতালে মৃত্যু বরন করেন (ইন্না-লিল্লাহ…..রাজিউন। মৃত আব্দুর রউফ চাম্পাফুল ইউনিয়নের চাঁদখালী গ্রামের মৃত অছিরউদ্দীন মোড়লে ছেলে। তিনি উজিরপুর বাজারে অবস্থিত বায়তুননর জামে মসজিদের সভাপতি ও চাঁদখালি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সহ অনেক ধর্মিও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত ছিলেন। মৃত্যু কালে তিনি ৪ পুত্র, ২ কন্যা সহ অনেক গুনোগ্রহী রেখে গেছেন। মরহুমের নামাজের জানাজা গতকাল বাদ মাগরিব উজিরপুর হামিদ স্মৃতি ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি কারেন মাও আজিজুর রহমান। জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করেন তার পরিবার।