ব্রহ্মরাজপুর প্রতিনিধি ॥ আসন্ন শারদীয় দূর্গোৎসবকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন দূর্গা মন্দিরে (১১অক্টোবর) বুধবার সকালে পূজা মন্ডপ পরিদর্শন করলেন সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হক। এসময় তিনি পুজা মন্ডপ ও উদযাপন কমিটির কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।পূজা মন্ডপ পরিদর্শন কালে তিনি খুব দ্রুত মন্দিরের সমস্থ কার্যক্রম সি সি ক্যামেরার আওতায় আনার পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দীন ঢালী, ইউপি সদস্য মোঃ কামরুজ্জামান, মোঃ কুরবান আলী, শেখ লুৎফর রহমান, মোঃ আঃ হাকিম, নুরুন্নাহার বেগম ও ইউপি সচিব শেখ আমিনুর রহমানসহ পূজা উদযাপন কমিটির কর্মকর্তাবৃন্দ।