স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা যুব নেতৃত্বে সামাজিক সুরক্ষা ব্যবস্থার বিষয়ে এডভোকেসি অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো আয়োজনে একশনএইড বাংলাদেশের সহযোগিতায় গতকাল বেলা ১১ সাতক্ষীরা চালতেতলা মিশন চার্চে সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম শফিউল আযম। তিনি বলেন,একটি দেশের সার্বিক উন্নয়নের জন্য সামাজিক সুরক্ষা ব্যবস্থা একান্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সকল মানুষকে সামাজিক সুরক্ষা খাতের আওতায় নিয়ে আসা কঠিন। নারীদেরকে পিছে ফেলে কোন কিছু করা সম্ভব নয়। সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটলে আমাদের পিছিয়ে পড়তে হবে। নারীদের বাল্যবিবাহ ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। জনসচেতনতা ছাড়া সামাজিক সুরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করা সম্ভব নয়। দেশ ও সমাজ ব্যবস্থাকে এগিয়ে নিতে হলে সকলকে এক জায়গায় কাজ করতে হবে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর সভার প্যানেল মেয়র আনোয়ার হোসেন মিলন, জিডিএফ সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) আব্দুল হাই সিদ্দিকী, শিক্ষিকা প্রতিমা মন্ডল, প্রধান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস, সাতক্ষীরা সাইবার ক্রাইম এলার্ট টিম পরিচালক মাহবুবুল হক। বক্তব্য রাখেন সাতক্ষীরা ইয়ূথ হাবের ক্যাশিয়ার শরিফুজ্জামান শরিফ, আইটি সিফাত হোসেন, কর্নফুলী যুব সংঘের সেক্রেটারী শাহনাজ পারভীন। উপস্থিত ছিলেন চন্দ্রশেখর হালদার, চন্দন কুমার বৈদ্য, ইয়ূথ ফেলো আজমাইন ও যুব সংঘের সদস্যবৃন্দ। সভার লক্ষ্য-উদ্দেশ্য উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ তহিদুজ্জামান (তহিদ)। এ সময় যুব কমিটি নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি ও স্থানীয় স্টকহোল্ডারা ছিলেন।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালচনায় ছিলেন ইয়ূথ ফেলো সাকিব হাসান।