বুধহাটা প্রতিনিধ ॥ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়ায় বিদ্যুৎস্পৃস্ট হয়ে এক ভাজা ব্যবসায়ী আহত হয়েছে। তাকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নওয়াপাড়ায় সনাতন ধর্মালম্বীদের যোগ্য অনুষ্ঠানে ভাজার দোকান বসিয়েছে আশাশুনি সদরের দুর্গাপুর গ্রামের দিলীপ বিশ্বাসের ছেলে অশোক বিশ্বাস। স্থানীয় সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার বিকালে যোগ্য অনুষ্ঠান উপলক্ষে নওয়াপাড়ায় অস্থায়ীভাবে ভাজার দোকান তৈরি করছিলেন অশোক বিশ্বাস। ঘটানার সময় ভাজার দোকানে বিদ্যুৎ সংযোগ নিতে কাজ করছিলেন তিনি। এ সময় বৈদ্যুতিক হাই ভোল্টেজ ক্ষমতা সম্পন্ন তারের উপর দিয়ে সার্ভিস তার পারাপারের সময় অসাবধানতাবশতঃ বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মারাত্মক ভাবে আহত অশোক বিশ্বাসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা চিকিৎসক ডাঃ প্রশান্ত কুমার মন্ডল এ প্রতিবেদককে জানান, তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তার উন্নত চিকিৎসার জন্য রেফার করার প্রস্তুতি চলছে।