বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় ক্রিয়েটিং উইম্যান লিডারশীপ ফর রেজিলিয়্যান্স ইন মুন্ডা আদিবাসী (ইনডিজিনাস) কমিউনিটি নামক প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১২ টায় ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা প্রমুখ।