বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় আসন্ন শারদীয় দূর্গাপূজা আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজা মন্ডপ সমূহে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার স্বরুপ জি আর চাউল বিতরণ করা হয়েছে। গতকাল ১২ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রিতিনিধি, ইউপি চেয়ারম্যান, উপজেলার ১২ টি ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি/সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী’র উপহার উপজেলার ৭০ টি পূজা মন্ডপে ৫০০ কেজি জি আর চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এসময় তিনি ৭০ টি পূজা মন্ডপে নিজস্ব তহবিল হতে পাঁচ হাজার টাকা আর্থিক অনুদান প্রদানের আশ্বাস প্রদান করেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান মেঃ সাইদ-উজ-জমান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডঃ কৃষ্ণপদ মন্ডল প্রমুখ।