কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২৩ পালিত হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রালয়ের বাস্তবায়নে এবং ইউএসএআইডির ওয়াল্ড ভিশনের সহযোগীতায় প্রথমে এক র্যালী বাহির হয়। র্যালীটি উপজেলা প্রাঙ্গন হতে বাহির হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। “অসমতার বিরুদ্ধে লড়াই করি এবং দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি”এই পতিপাদ্য সামনে রেখে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলীর সভাপতিত্বে এবং প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্জালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মিয়ারাজ হোসেন খান,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃা আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক শেখ আনোয়ার হোসেন ,ওয়াল্ড ভিশন বিপ্লব কুমার তরপদার, মিশন মহিলা সংস্থার শেখ আব্দুল্লাহ,্ ফায়ার সাার্ভিসের কর্মকতা মোঃ আব্দুল মাজিদ, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরো শেখ শরিফুল ইসলাম, সহ সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, এনজিও কর্মিবৃন্দ ও দূযোর্গ প্রশমন কর্মিবৃন্দ এবং স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ। এর পূর্বে র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।