স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের নব নিয়োগ প্রাপ্ত পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যান সহকারীদের বরন করা হয়েছে। বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সাতক্ষীরা জেলার উদ্যোগে গতকাল সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির জেলা সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী সাতক্ষীরা ৩ আসনের সংসদ অধ্যাপক ডা: আ,ফ,ম রুহুল হক। তিনি বলেন বর্তমান দেশে সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। স্বাস্থ্য বিভাগের উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না। সরকারের নির্দেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সেবা প্রদান করছে। দেশে শিশু মৃত্যু-মাতৃমৃত্যু হার কমেছে পরিবার পরিকল্পনা মান সম্মত সেবার জন্য। আপনাদের দাবি দাওয়া গুলি সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দেখা হবে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা ডিডি গাজী বশির আহমেদ, সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা: ফরহাদ জামিল, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক ডা: দীন মোহাম্মদ, বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলার সাধারন সম্পাদক মো: জিল্লুর রহমান, ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের জেলা সভাপতি ডা: মো: সাহিনুর আলম, সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক মোছা: মনিরা খাতুন, মো: সফিকুল ইসলাম। এসময় জেলার সকল পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে নবযোগদান কারী কর্মীদের শুভেচ্ছা প্রদানের মাধ্যমে বরন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক মো: শফিকুল ইসলাম।