 
																
								
                                    
									
                                 
							
							 
                    স্টাফ রিপোর্টার ঃ বর্তমান সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চেয়ে লিফলেট বিতরন ও গণসংযোগ করেছেন খুলনা জেলা আ’লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ও আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী অজয় সরকার। গতকাল বিকাল ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের মাদারতলা বাজার সহ পাশ্বিবর্তি এলাকায় ব্যবসায়ী বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করে আ’লীগ নেতা অজয় সরকার। এসময় তিনি বলেন, দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখেত নৌকায় ভোট দিন। বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী জননেত্রী ক্ষমতায় থাকলে দেশের মানুষের জন্য কাজ করে। সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করতে হবে। এসময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা আ’লীগের নেতা পল্লী শ্রী মহাবিদ্যালয় অধ্যক্ষ সুভাষ সংকর, মাগুরখালী ইউনিয়ন আ’লীগের নেতা সুকৃতি সরকার, প্রবীর সরকার, ওয়ার্ড আ’লীগের নেতা শুভ বিশ্বাস, গোবিন্দ মোন্ডল, দেব্রত বিশ্বাস, ডা: শ্যাম সুন্দর দাশ সহ আ’লীগের সকল পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।